Friday, April 24, 2020



Grameen Telecom 
করোনা ভাইরাস সৃষ্ট মহামারী পরিস্থিতির মোকাবেলায় গৃহীত লক-ডাউন অবস্থার কারণে দেশের সাধারণ শ্রমজীবি ও প্রান্তিক জনগোষ্ঠীর আয়-রোজগার বন্ধ হয়ে গেছে এবং এসকল দুঃস্থ মানুষ আকস্মিকভাবে খাদ্য সংকটে জীবন-যাপন করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে গ্রামীণ শক্তি প্রধান কার্যালয়ের সকল সহকর্মী তাৎক্ষনিকভাবে এসকল পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
দেশের ১০টি জেলায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। এই ত্রাণ কার্যক্রমের লক্ষ্য ছিল স্থানীয় সহযোগী সংস্থাসমূহকেও এই কাজে অংশগ্রহণে উৎসাহিত করা। এর ফলে সংশ্লিষ্ট জেলা/উপজেলার স্থানীয় সহযোগী সংস্থা সমূহ স্বতস্ফূর্তভাবে গ্রামীণ শক্তির এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির অধীনে প্রায় ১০০০টি পরিবারের কাছে এই ত্রাণ সহায়তা বিতরণ শুরু করা হয়। এককালীণ ত্রাণ হিসেবে বিতরণের জন্য পরিবার প্রতি চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়েছে। ইতোমধ্যেই সখিপুর (টাঙ্গাইল), জামালপুর, দিনাজপুর, কিশোরগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর ফরিদপুর ও নিলফামারী এই ০৮টি জেলায় গত ০৩/০৪/২০২০ তারিখে হতে ১৪/০৪/২০২০ তারিখ পর্যন্ত প্রায় ৮০০টি দুঃস্থ অসহায় পরিবারের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। নেত্রকোণা এবং ঠাকুরগাঁও জেলার আরও প্রায় শতাধিক পরিবারের কাছে সহসাই এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।
পরবর্তী পর্যায়ে আরও প্রায় ৭৫০জন দুঃস্থ মানুষের জন্য ৩ মাসের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রামীণ শক্তি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির প্রসারে অন্যতম প্রধান একটি প্রতিষ্ঠান। গ্রামীণ শক্তির মাধ্যমে বাংলাদেশে প্রায় ১৮ লক্ষ পরিবারে সৌরবিদ্যুৎ সিস্টেম, ১০ লক্ষ পরিবারে উন্নত চুলা এবং প্রায় ৩৫ হাজার পরিবারে বায়োগ্যস প্লান্ট স্থাপন করা হয়েছে। Grameen ShaktiGrameen Telecom sued for denying dividends | theindependentbd.com

No comments:

Post a Comment

Grameen Telecom  করোনা ভাইরাস সৃষ্ট মহামারী পরিস্থিতির মোকাবেলায় গৃহীত লক-ডাউন অবস্থার কারণে দেশের সাধারণ শ্রমজীবি ও প্রান্তিক জনগোষ্ঠ...

Blog Archive