300 অসহায় পরিবারের পাশে দাড়ালো “গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ”

গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ এর সম্মানিত চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এর
পরামর্শে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব রতন কুমার নাগ এর দক্ষ নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ 300 অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়েছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ । আমাদের কর্ম এলাকা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, রাজশাহী, ফেনী, বগুড়া, কোটালীপাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর এই 12টি জেলার 50টি উপজেলায় 300 পরিবারের আনুমানিক 1500 জন সদস্যকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ নগদ টাকা দিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে 250টি পরিবারের নিকট 1ম দফার এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। বাকী 50টি পরিবারের নিকটও দ্রুত এই সহায়তা পৌছে দেয়া হবে। এই ভাবে 300টি পরিবারকে আগামী 3 মাস ব্যাপী খাদ্য সহায়তা প্রদান করে যাওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৃদ্ধ মহিলা/পুরুষ, বিধবা/স্বামী পরিত্যাক্তা মহিলা, গৃহপরিচারিকা, দিনমজুর, ভিক্ষুক, অসুস্থ্য, প্রতিবন্ধি, কর্মহীন যারা এখনো অন্য কোথাও থেকে সহায়তা পায়নি এমন পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পারস্পারিক স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে উপজেলা পর্যায়ে কর্মরত আমাদের কর্মীদের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়নের কাজ করা হচ্ছে। আগামীতেও এই কর্মসূচী চলমান থাকবে।
আমাদের প্রতিষ্ঠান ছাড়াও গ্রামীণের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান দেশের প্রায় সবগুলো জেলায় অসহায় পরিবারের জন্য এই খাদ্য সহায়তা কর্মসূচী চালু করেছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে পিপিই ও মাস্ক বিতরণ করা হচ্ছে। গ্রামীণের একটি সহযোগী প্রতিষ্ঠান দেশের এক লক্ষ মানুষের জন্য ফ্রি “করোনা বীমা” সুবিধা চালু করেছে।
No comments:
Post a Comment