Friday, April 24, 2020



Grameen Telecom 
করোনা ভাইরাস সৃষ্ট মহামারী পরিস্থিতির মোকাবেলায় গৃহীত লক-ডাউন অবস্থার কারণে দেশের সাধারণ শ্রমজীবি ও প্রান্তিক জনগোষ্ঠীর আয়-রোজগার বন্ধ হয়ে গেছে এবং এসকল দুঃস্থ মানুষ আকস্মিকভাবে খাদ্য সংকটে জীবন-যাপন করছেন। মানবিক দায়িত্ববোধ থেকে গ্রামীণ শক্তি প্রধান কার্যালয়ের সকল সহকর্মী তাৎক্ষনিকভাবে এসকল পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
দেশের ১০টি জেলায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। এই ত্রাণ কার্যক্রমের লক্ষ্য ছিল স্থানীয় সহযোগী সংস্থাসমূহকেও এই কাজে অংশগ্রহণে উৎসাহিত করা। এর ফলে সংশ্লিষ্ট জেলা/উপজেলার স্থানীয় সহযোগী সংস্থা সমূহ স্বতস্ফূর্তভাবে গ্রামীণ শক্তির এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির অধীনে প্রায় ১০০০টি পরিবারের কাছে এই ত্রাণ সহায়তা বিতরণ শুরু করা হয়। এককালীণ ত্রাণ হিসেবে বিতরণের জন্য পরিবার প্রতি চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়েছে। ইতোমধ্যেই সখিপুর (টাঙ্গাইল), জামালপুর, দিনাজপুর, কিশোরগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর ফরিদপুর ও নিলফামারী এই ০৮টি জেলায় গত ০৩/০৪/২০২০ তারিখে হতে ১৪/০৪/২০২০ তারিখ পর্যন্ত প্রায় ৮০০টি দুঃস্থ অসহায় পরিবারের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। নেত্রকোণা এবং ঠাকুরগাঁও জেলার আরও প্রায় শতাধিক পরিবারের কাছে সহসাই এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।
পরবর্তী পর্যায়ে আরও প্রায় ৭৫০জন দুঃস্থ মানুষের জন্য ৩ মাসের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রামীণ শক্তি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির প্রসারে অন্যতম প্রধান একটি প্রতিষ্ঠান। গ্রামীণ শক্তির মাধ্যমে বাংলাদেশে প্রায় ১৮ লক্ষ পরিবারে সৌরবিদ্যুৎ সিস্টেম, ১০ লক্ষ পরিবারে উন্নত চুলা এবং প্রায় ৩৫ হাজার পরিবারে বায়োগ্যস প্লান্ট স্থাপন করা হয়েছে। Grameen ShaktiGrameen Telecom sued for denying dividends | theindependentbd.com

Thursday, April 23, 2020

300 অসহায় পরিবারের পাশে দাড়ালো “গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ”
গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ এর সম্মানিত চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এর পরামর্শে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব রতন কুমার নাগ এর দক্ষ নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ 300 অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়েছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিঃ । আমাদের কর্ম এলাকা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, রাজশাহী, ফেনী, বগুড়া, কোটালীপাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর এই 12টি জেলার 50টি উপজেলায় 300 পরিবারের আনুমানিক 1500 জন সদস্যকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ নগদ টাকা দিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে 250টি পরিবারের নিকট 1ম দফার এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। বাকী 50টি পরিবারের নিকটও দ্রুত এই সহায়তা পৌছে দেয়া হবে। এই ভাবে 300টি পরিবারকে আগামী 3 মাস ব্যাপী খাদ্য সহায়তা প্রদান করে যাওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বৃদ্ধ মহিলা/পুরুষ, বিধবা/স্বামী পরিত্যাক্তা মহিলা, গৃহপরিচারিকা, দিনমজুর, ভিক্ষুক, অসুস্থ্য, প্রতিবন্ধি, কর্মহীন যারা এখনো অন্য কোথাও থেকে সহায়তা পায়নি এমন পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পারস্পারিক স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে উপজেলা পর্যায়ে কর্মরত আমাদের কর্মীদের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়নের কাজ করা হচ্ছে। আগামীতেও এই কর্মসূচী চলমান থাকবে।
আমাদের প্রতিষ্ঠান ছাড়াও গ্রামীণের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান দেশের প্রায় সবগুলো জেলায় অসহায় পরিবারের জন্য এই খাদ্য সহায়তা কর্মসূচী চালু করেছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে পিপিই ও মাস্ক বিতরণ করা হচ্ছে। গ্রামীণের একটি সহযোগী প্রতিষ্ঠান দেশের এক লক্ষ মানুষের জন্য ফ্রি “করোনা বীমা” সুবিধা চালু করেছে।

Wednesday, April 22, 2020

ঠোঁটে লিপস্টিক মাখতে হবে
মোহিদ নজরুল

অনিচ্ছা হলেও  আমার জন্য তোমাকে সাঁঝতে হবে -
চুল বাঁধতে হবে -
নাকে ফুল , কানে দুল পরতে হবে -
আমার জন্য তোমাকে শাড়ি পরতে হবে l
কারন তোমার কাছেই - আমার যত আবদার !

আমার জন্য তোমাকে ঠোঁটে লিপস্টিক মাখতে হবে -
রাত জাগতে হবে -
অনিচ্ছা হলেও - তোমাকে অনেক কিছুই মানতে হবে ,
এই জন্য যে তুমি আমার সেই একজন - যে জনম জনম -
এই জন্য যে - তুমুল উত্তাপে আমি তোমায় জড়িয়ে ধরবো -
মাথার উপর হবো - একটুকরো মেঘের ছায়া l
তোমার নিঃসঙ্গ - গোধূলির - সঙ্গী -

অন্ধকার রাতে আমি বলবো - তুমি ভয় পাবেনা -
আমি শক্ত করে তোমায় জড়িয়ে রাখবো -
অনিচ্ছা হলেও - আমার জন্য তোমায় প্রতীক্ষা করতে হবে -
তুমি ছাড়া যে আমার আর কেউ নেই , শুধু তুমিই জানো !

অনিচ্ছা হলেও আমার জন্য   তোমাকে ভাবতে হবে -
আমার জন্য তোমাকে দুচ্চিন্তা - চিন্তা  সবটাই করতে হবে -
আমার জন্যই , শুধু আমার জন্যই l
২৩-৪-২০২০  রাত ১; ৪৭

Tuesday, April 21, 2020




PRIME UNIVERSITY 
Observed   1 Fungun 2020  
With Honorable Novel Winner Dr. Mohammad Younus . Always He Encourage ours . Every Big occupational Moment He meet  all employee  and congrats them.   

Grameen Telecom  করোনা ভাইরাস সৃষ্ট মহামারী পরিস্থিতির মোকাবেলায় গৃহীত লক-ডাউন অবস্থার কারণে দেশের সাধারণ শ্রমজীবি ও প্রান্তিক জনগোষ্ঠ...

Blog Archive